Ads

Tuesday, April 14, 2020

Corona Virus Facts

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে!!
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না। পানি আরও গরম হতে থাকে যার ফলে সেই গরম পানিতে পুড়ে একটা সময় সে মারা যায়!!

এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কেন মারা গেছে??

তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি! সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত সঠিক সময় না নেওয়ার কারনে।

ঠিক আমাদের সমাজের লোকদের অবস্থা এই রকম। করোনা ভাইরাস যখন চীনে শুরু হলো আমরা বলতে লাগলাম চীনেই তো আমাদের দেশে তো নয়!
আর যখন দেশে শুরু হলো আমরা বলতে লাগলাম এখনো তো ঢাকায়, আমার এলাকায় তো নয়।
সচেতন হোন। আপনার ঘুমন্ত বিবেক কে জাগ্রত করুন।করোনা আপনার থেকে বেশি দূরে নয়।
কিছু ব্যক্তি আছে বলতে থাকে, ভাগ্যে যা আছে তা হবে!!!!!
তাদের কে আমি বলতে চাই, আপনার মেয়ে কে যখন বিয়ে দেন। বেকার ছেলের নিকট দেন না কেন? মেয়ের কপালে যা আছে তা হবে!

আসুন সবাই মিলে সরকারের সিদ্ধান্ত মেনে বাড়িতে অবস্থান করি।নিজে ভালো থাকি, পরিবারের অন্য সদস্যদের ভালো রাখি।আর মহান আল্লাহর নিকট সকলের সুস্থ্যতা কামনা করি।

No comments: