Ads

Tuesday, April 14, 2020

Motivation

আকাশ আমার খুব পছন্দ!
কিন্তু, আমার গন্তব্য মাটিতেই।
হয়তো এ জন্যই আকাশ পছন্দ।
কারণ, সাধ্যের বাহিরে তাই।


তাই, বলে কি আমি চেষ্টা না করে থেমে থাকবো??
নাহ্!! আমি এরোপ্লেন কিংবা রকেটে চড়ে আকাশ স্পর্শ করতে উড়াল তো দিতে পারি।
আর, এটাই আমার প্রচেষ্টা।


হয়তো আকাশ ছুঁতে পারবোনা, কিন্তু, অন্তত মেঘ তো ছুঁতে পারবো। আর এটাই আমার ১ম প্রাপ্তি ও ১ম সফলতা।


তাই, বলছি, আকাশ সমান প্রচেষ্টা করো,
যা পড়ছো তা খুব গুছিয়ে মনে রাখো।


হয়তো, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে সময় লাগবে অনেক। কিন্তু....
কিন্তু,... দেশে তো অন্ততA+ & মেডিক্যাল/ইঞ্জিনিয়ারিং খুব সহজেই পেয়ে যেতে পারো।
শুধু পড়াশোনার উপর একটা "পরিকল্পিত-জীদ" ক্রিয়েট করো, সময় গুলোকে ভাগ করে পড়ো।


দেখবে,......
"সফলতা" তোমার জানালার কার্নিশে এসে তোমাকে ডাক দিবে। কিংবা, বর্ষার বৃষ্টি হয়ে তা ঝরে পড়বে।

No comments: