মহামারী করোনা ভাইরাসের মধ্যেই বিশ্বের আটটি শহরে সীমিত আকারে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দুবাই-ভিত্তিক এমিরেটস এয়ারলাইন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অল্প কিছু দেশে সীমিত আকারে ফ্লাইট চালুর এ ঘোষণা দেয়া হয়।
যাত্রীদের সেবায় এমিরেটস ফ্লাইট পরিচালনা করবে-
১) ফ্রাঙ্কফুর্ট (২৫,২৭,২৯ এপ্রিল),
২)জাকার্তা (২৬ এপ্রিল),
৩) জোহানেসবার্গ (২৫ এপ্রিল),
৪) লাগোস (২৬ এপ্রিল),
৫) লন্ডন হিথ্রো (২৩,২৪,২৬,২৮,৩০ এপ্রিল),
৬) মাদ্রিদ (২৯ এপ্রিল),
৭) ম্যানিলা (২৪,২৮,৩০ এপ্রিল),
৮) তিউনিস (৩০ এপ্রিল)।
এই আট দেশের অধিবাসী এবং ভ্রমণকারী যারা বাড়ি ফিরতে ইচ্ছুক শুধু মাত্র তাদের সুবিধার্থে এই ফ্লাইটগুলো পরিচালনা করবে এমিরেটস।
যারা জোহানেসবার্গ, লাগোস এবং তিউনিস ভ্রমণ করতে চান তাদের অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের এই দেশগুলির জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে।
তবে যাত্রীদের ভ্রমণের সময় সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে এবং প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে।
এই আট দেশের অধিবাসী এবং ভ্রমণকারী যারা বাড়ি ফিরতে ইচ্ছুক শুধু মাত্র তাদের সুবিধার্থে এই ফ্লাইটগুলো পরিচালনা করবে এমিরেটস।
যারা জোহানেসবার্গ, লাগোস এবং তিউনিস ভ্রমণ করতে চান তাদের অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের এই দেশগুলির জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে।
তবে যাত্রীদের ভ্রমণের সময় সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে এবং প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে।
No comments:
Post a Comment