Ads

Tuesday, April 14, 2020

Think about Food


আজকের উপলব্দি টি দুপুরের খাবার নিয়ে !!!!!
দুপুরের নামাজ পড়ছিলাম। নামাজের মধ্যেই দুপুরের খাবারের খুব ক্ষিদে পেয়ে গেল। নামাজ শেষ করেই খাবার খেতে বসে পড়লাম। গোগ্রাসে খাচ্ছি, একমনে। খাবারের মাঝখানে হঠাৎ 'একটি বিষয়' মনের দরজার কড়া নাড়লো !!!!

চিন্তাটি ঠিক এমনঃ একজন মালিক এর এক গোলাম আছে।
মালিক গোলামকে বলছেঃ----
"প্রতি বেলা খাবারের সময় বলবে 'মালিক আপনাকে অনেক ধন্যবাদ, আমার মতো গোলামকে খাওয়ানোর জন্য"। যদি একথা না বলিস সাথে-সাথে তোর পাতের-খাবার কেড়ে নেওয়া হবে!! "

...এই হলো দুনিয়ার মানুষ-মালিকের অর্ডার।...

কিন্তু তুমি ভেবে দেখেছো কি, আমরা সারাদিনই কতো খাবার খায়, কত কিছু পান করি!! প্রত্যেকবারই কি সেই মহান আল্লাহকে "ধন্যবাদ" দিই?? কিংবা প্রতিবার কি বলি " আল্লাহর নামে খাওয়া শুরু করছি"? অথচ, তুমি-আমি যে খাবারটি খাচ্ছি ওটা 100% আল্লাহরই দান/নিয়ামত।

উনি কিন্তু চাইলেই পারেন, উনার নাম না নেওয়ার "অপরাধে" তোমার সেই-বেলার খাবার কেড়ে নিতে কিংবা তোমার মূখের মধ্যে এমন অরুচি তৈরি করে দিতে যাতে আর খেতে না পারো।

কিন্তু নাহ্, উনি পরম দয়ালু-পরম করুনাময় বলে আমাদের ছাড় দিয়ে দেন।




No comments: