কবিতাঃ"করোনা (COVID-19)"
By: মোহাম্মাদ শোয়াইব ।
মানুষে-মানুষে আজ "করোনা'র" ভয় !!
জীবিত মানুষেরও আজ প্রাণের সংশয় !!
"করোনা'' দেখাচ্ছে তার দাপট-প্রশ্রয় !!
হাজারো রংগিন প্রাণ,
করেছে নগদে-সাশ্রয়।
আজ দিকে-দিকে মানুষের হাহাকার,
স্বজনহারা মানুষের আর্তচিৎকার,
কত-শত লাশের হয়েছে সৎকার,
জানাজা বিহীন।
রংগিন শহরগুলো হলো বেকার,
মানুষেরা গৃহবন্দী , আর কর্মহীন।
মানুষে-মানুষে আজ নেই কোন ক্লেশ !!
থেমে গেছে সব ঝগড়া-বিবাদ,
কত-শত দেশ, হচ্ছে নিঃশেষ,
এ যেন স্রষ্টার অভিসম্পাত !!
চল বলি,
হে খোদা!!
"দিওনা কো সাজা,
আমরা তোমার অবুঝ প্রজা,
হবেনা কো আর নামাজ-ক্বাজা,
দেখাও পথ সরল-সোজা,
হে রাব্বুল আ'লামিন !!
আমরা তোমার দয়ার-প্রার্থী
তাই আমাদের আকুল-আর্তী,
করো ক্ষমা , দাও মুক্তি,
কর ধ্বংস " করোনা'র" শক্তি,
দাও আবারো
মহামারী মুক্ত জামিন।
কর কবুল,
কর কবুল,
হে রাব্বুল আ'লামিন!!
হে রাব্বুল আ'লামিন!!
তুমি যে আমাদের,
রাহমানুর রাহিম!!
রাহমানুর রাহিম!!
No comments:
Post a Comment