শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানায় বিজিএমইএ।
করোনা সংক্রমন ঠেকাতে দেশজুড়ে ২৬ এপ্রিল পর্যন্ত, পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয় ।
কিন্তু, গত বুধবার সাধারাণ ছুটির মেয়াদ
এক বার্তায় বিজিএমইএ জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানা খোলার নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে সব তৈরি পোষাক কারখানা। নির্দেশনা পাওয়ার আগে গ্রামে থাকা পোশাক শ্রমিকদের ঢাকায় না আসার অনুরোধও জানিয়েছে সংস্থাটি। কোনো কারখানা খোলা রাখার কারণে এই বিরুপ পরিস্থিতিতে শ্রমিকদের ঢাকায় আসতে হলে তার দায় বিজিএমইএ নেবে না বলে জানানো হয়।
শুরুতে সীমিত আকারে কারখানা খোলা রাখা হবে।
এদিকে, কারখানায় যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে সাভার ও গাজীপুরের পোশাক কারখানার কিছু শ্রমিক আসছেন। মানবিক বিবেচনায় কোনো শ্রমিককে ছাটাই না করার অনুরোধও জানিয়েছে বিজিএমইএ।
No comments:
Post a Comment