Ads

Saturday, April 25, 2020

করোনায় আক্রান্ত মা'য়ের করণীয়।

করোনাভাইরাসে ভীষনভাবে অসুস্থ বা দুর্বল মা শিশুকে দুধ খাওয়ানো চালিয়ে যাবেন কারণ মায়ের দুধে রয়েছে অত্যাবশকীয় পুষ্টি, জলীয় উপাদান সমূহ এবং এন্টিবডি যা শিশুকে করোনাভাইরাস ও অন্য সংক্রমণ থেকে রক্ষা করে। তবে,

 ✅ মা যদি নিজে থেকে দুধ খাওয়ানতে অক্ষম হন, তবে মায়ের দুধ গালিয়ে পরিষ্কার বাটি ও চামচ ব্যবহার করে শিশুকে খাওয়াবেন,

 ✅ মায়ের দুধ গালানোর আগে দু'হাত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জিবানুমুক্ত করবেন এবং

 ✅ দুধ খাওয়ানোর সময় মা অথবা পরিচর্যাকারী অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

সূত্রঃ ইউনিসেফ
https://m.facebook.com/story.php?story_fbid=4021557287885435&id=199415856766283

No comments: