অনলাইনে পাসপোর্ট করার নিয়মঃ
=====================
১. পাসপোর্ট করতে প্রথমে আপনাকে যেতে হবে পাসপোর্ট অফিস কর্তৃক নির্ধারিত কিছু ব্যাংক পাসপোর্ট টাকা গ্রহণ করে থাকে।২. সাধারণ পাসপোর্ট ৩৪৫০ টাকা (৩০০০+১৫% ভ্যাট সহ) আর জরুরি পাসপোর্ট ক্ষেত্রে ৬৯০০ (৬০০০ + ১৫% ভ্যাট সহ) টাকা লাগবে।
৩. সরকারি ব্যাংক হিসেবে "সোনালী ব্যাংক" এবং বেসরকারি ব্যাংক হিসেবে "ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া সহ আরো কিছু ব্যাংক পাসপোর্ট টাকা গ্রহন করে থাকে।
৪. এন আই ডি ফটোকপির নিয়ে উল্লেখিত ব্যাংকে যেয়ে আপনি যে ক্ষেত্রে পাসপোর্ট করতে চান তা নির্ধারিত করে পাসপোর্ট জন্য একটি ফর্ম পূরণ করে টাকা জমা দিতে হবে এবং আপনাকে তারা একটা রশিদ দিবে তা যত্ন করে রাখুন ।
৫. এবার পাসপোর্ট অফিস এর ওয়েবসাইট যেয়ে অনলাইনে তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি ইউটিউব সাহায্য নিতে পারেন। মনে রাখবেন এখন হাতে লেখা ফর্ম কিছু কিছু পাসপোর্ট অফিসে নেয় না (যেমনঃ উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস)। তাই অনলাইনে আবেদন করাই ভালো।
৬. এবার আপনার আবেদনকৃত ফর্মটি মূলত চার পেজ তাই একটি A4 পেজে এপিট ওপিট করে ৪ পেজ থেকে ২ বানিয়ে ২ সেট রঙিন বা সাদাকালো যে প্রকারের হোক তা প্রিন্ট করে নিতে হবে।
৭. এবার আপনার এন আই ডি কার্ড ২ কপি, পাসপোর্ট সাইজ রঙিন ছবি ২ কপি, সার্টিফিকেট ৪ কপি (এস এস সি ২ কপি ও এইচ এস সি ২ কপি), বিদ্যুৎ বা গ্যাস বিল ফটোকপি ২ কপি, বাবা/মা এন আই ডি কার্ডের ফটোকপি ২ কপি ও অনলাইন ফর্ম নিয়ে ২ সেট তৈরি করে সত্যায়িত করতে হবে৷ ফর্মে দেওয়া থাকে কারা কারা সত্যায়িত করতে পারবে৷
৮. এবার ২ সেট ফর্মে উপরে ছবি ও ব্যাংক রশিদ লাগিয়ে (সাবধানে উপরের বার কোড যেন ঢেকে না যায়) আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। আসল আইডি কার্ড নিতে ভুল যেন না হয়। আইডি কার্ড না থাকলে অনলাইন জন্ম সনদ নিয়ে যাবেন কারণ এটা ফর্ম জমা দেওয়ার সময় প্রদর্শন করতে হবে।
৯. এবার পাসপোর্ট অফিস লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে ২টি ফর্ম সিল ও স্বাক্ষর করে নিবেন । কিছু না বুঝলে ঐখানে দায়িত্বরত কর্মকর্তাকে জানান।
১০. স্বাক্ষর ও সীল দেওয়া হয়ে গেলে এবার এবার আপনাকে লাইনে দাঁড়িয়ে ছবি ও হাতের ছাপ, স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর করার ক্ষেত্রে আপনি যে স্বাক্ষর সব জায়গায় দেন এবং ফর্মেও দিয়েছেন সে স্বাক্ষর দিবেন।
১১. সবকিছু ঠিক থাকলে আপনাকে তারা ডেলিভারি স্লিপ দিবে। ঐ স্লিপ তথ্যগুলো ভালভাবে চেক করবেন।
১২. কিছুদিন পর আপনার ঠিকানা ভেরিফিকেশন হবে। ভেরিফাই হওয়ার কিছুদিন পর আপনার পাসপোর্ট চলে আসবে। সাধারণত ডেলিভারি মেয়াদ থাকে ২১ দিন তবে অনেক ক্ষেত্রে তা ৩০ দিনেরও বেশি সময় লাগে৷
সতর্কতাঃ
১. অনলাইনে আবেদন করার সময় তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করবেন।
২. আইডি কার্ডের সাথে যেন আবেদনের তথ্যগুলো মিল থাকে সেদিকে খেয়াল রাখবেন।
৩. ব্যাংক স্লিপ অথবা ডেলিভারি স্লিপ যেন না হারায় সেদিকে লক্ষ্য রাখবেন।
৪. কারো সাথে নিজের ব্যক্তিগত তথ্য দেখাতে কিংবা শেয়ার করা থেকে বিরত থাকুন।
Website: http://www.passport.gov.bd/
No comments:
Post a Comment