Ads

Tuesday, April 14, 2020

Bangla Noboborsho। নববর্ষ-১৪২৭

কবিতাঃ শুভ নববর্ষ-১৪২৭ 
।।। মোহাম্মাদ শোয়াইব।।। 

ভোরের আলো ছড়িয়ে,
পাখির কলরবে জড়িয়ে,
সেজেছে আজকের পৃথিবী,
যেন এক নতুন ছবি।

পত্র-পল্লবে আজ নব-নব সাজ,
সেজেছে আরো বাহারী ফুলেল গাছ,
আম্র-বাগানে ভ্রমরার নাচ,
কাঁঠালের বাগানে মৌ-মৌ সুবাস।
"ফলের মাস"এর সূচনা আজ,
রসালো ফলের বৈশাখ মাস।

যেন থাকে বাবা-মা সদা হাস্য,
এরাই তোমার খুশির উৎস,
রেখো ধরে রাসূলের আদর্শ,
অভিবাদন তোমায়,
" শুভ নববর্ষ, শুভ নববর্ষ"।

(১৪-০৪-২০২০)
(১লা বৈশাখ ১৪২৭ বাংলা বর্ষ)

No comments: